ফেনসিডিলসহ আটক মো. সোহাগ ভূঁইয়া। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ২৭০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে মিয়াবাজার হাইওয়ে থানা-পুলিশ। আটক ব্যক্তির নাম সোহাগ ভূঁইয়া (৪২)।

উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন এবং অন্য পুলিশ সদস্যরা গোপন সংবাদ পেয়ে আজ বুধবার ভোরে মহাসড়কে দাঁড় করিয়ে রাখা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করেন। এ সময় কাভার্ড ভ্যান চালকের আসনের নিচ থেকে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে চালক মো. সোহাগ ভূঁইয়া আটক করা হয়। তাঁর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।