বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা মঙ্গলবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)।
বিএমপির সব সদস্যের কল্যাণে গত মাসে নেওয়া সিদ্ধান্ত
বিএমপিতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইদ্রিস আলীকে এ সময় অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স, ক্রাইম অ্যান্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম (সেবা), উপপুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফারুক হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।