সুনামগঞ্জ জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ জন আসামি গ্রেপ্তার করেছে।

জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয় বলে ১৮ জুন (রোববার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, সুনামগঞ্জের বিভিন্ন থানা-পুলিশ অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় জিআর পরোয়ানাভুক্ত চারজন (সদর থানা এলাকা থেকে একজন, তাহিরপুর থেকে একজন, বিশ্বম্ভরপুর থেকে একজন, শান্তিগঞ্জ থেকে একজন), সিআর পরোয়ানাভুক্ত ১৪ জন (ছাতক থেকে পাঁচজন, জগন্নাথপুর থেকে একজন, দোয়ারাবাজার থেকে তিনজন, বিশ্বম্ভরপুর থেকে দুজন, জামালগঞ্জ থেকে তিনজন), জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন (তাহিরপুর), সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন (সদর), জুয়া আইনে ১০ জন, মানব পাচার আইনে তিনজনসহ মোট ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে।