যশোরের বেনাপোল পোর্ট থানা-পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবাসহ তিন মাদক কারবারিকে ও পরোয়ানাভুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশে বেনাপোল পোর্ট থানা-পুলিশের একটি টিম ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে বারপোতা গ্রামের জনৈক ভুট্টোর আমবাগানে অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪০) নামের এক মাদক কারবারিকে ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এরপর দুর্গাপুর গ্রাম থেকে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. তুহিন হোসেন (৩০) ও ছোট আঁচড়া গ্রামে বেনাপোল স্থলবন্দরের ২২ নং গেটের কাছ থেকে ২২ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করে।
এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি মো. জামাল মোড়ল, মো. হারুন অর রশিদ, সত্যজিত বিশ্বাস (৩০), মো. মনজুর ইসলাম, সাহেব আলী, রিপন হোসেন, মেহেদী হাসান ও মো. মঞ্জু হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।