অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের বালাতা শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত রোববার (২১ মে) রাতভর সেনাবাহিনীর অভিযানে তাঁরা নিহত হন। খবর এএফপির।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন মুহাম্মদ আবু জয়তুন (৩২), ফাথি আবু রিযক (৩০) ও আবদুল্লাহ আবু হামদান (২৪)।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ পার্টির সশস্ত্র শাখা আল-আকসা মারটারস ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, নিহত তিনজনই তাদের দলের যোদ্ধা।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ওই তিনজন নিহত হন।