ঢাকা জেলার ধামরাই থানা-পুলিশের পৃথক অভিযানে ২০০ গ্রাম হেরোইন, ৩ লিটার চোলাই মদসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ধামরাই থানার এসআই (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম ২০ মে ওই থানার অধীন ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া বাজারের রাস্তার পশ্চিম পাশের সড়কে অভিযান চালিয়ে ১৫০০ পুরিয়া হেরোইনসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। উদ্ধার হেরোইনের ওজন ১৫০ গ্রাম এবং দাম আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মো. সোহরাব হোসেন (৩৫) ও মো. রিপন হোসেন (৩২)।
ধামরাই থানা-পুলিশের একই টিম ধামরাই থানাধীন শরীফবাগ বাজারের তিনরাস্তার মোড় থেকে ৫০০ পুরিয়া হেরোইনসহ মো. মামুনুর রশিদ (৪২) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
উদ্ধার হেরোইনের ওজন আনুমানিক ৫০ গ্রাম। দাম আনুমানিক দেড় লক্ষ টাকা।
এদিকে এসআই (নিরস্ত্র) শিমুল মোল্লার নেতৃত্বে ধামরাই থানা-পুলিশের আরেকটি টিম ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ডের কান্দিকুল এলাকায় অভিযান চালিয়ে ৩ লিটার চোলাই মদসহ সজীব কুমার সরকার (২৭) ও সুজন (২৫) নামে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
উদ্ধার মদের মূল্য ৬ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ ২১ মে তাদের আদালতে পাঠানো হয়েছে।