উদ্ধার করা মোবাইল ফোন একজন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বরিশালের সাইবার টিম অভিযান চালিয়ে ১২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে সেসব মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। মোবাইল ফোন ফেরত পেয়ে তারা ১০ এপিবিএনের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠান সভাপতিত্ব করেন ১০ এপিবিএনের উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (বিকিউএম) নাসরিন জাহান,সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দে, ইন্সপেক্টর শাহ ফয়সাল আহমেদসহ অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ও সাইবার অপরাধ সেলের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।