চোলাই মদসহ গ্রেপ্তার মাদক কারবারিরা। ছবি: জাগো নিউজ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার পুলিশ ওই থানা এলাকা থেকে ১ হাজার ৪২ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ মে) রাত সোয়া ১১টার দিকে চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাঙামাটির চন্দ্রঘোনা থানার উজানছড়ি গ্রামের মৃত মংবা মার্মার ছেলে খ্যাইসাঅং মার্মা (৫২) এবং বান্দরবানের রোয়াংছড়ি থানার রোয়াংছড়ি গ্রামের মৃত অংমেরাচার ছেলে সুজিত চাকমা মাঝি (৪৭)।

তাঁরা ওই এলাকার রিয়াজউদ্দিন উকিল সড়কে ছয়তলা একটি ভবনে বাসা ভাড়া নিয়ে চোলাই মদের কারবার করতেন।

অভিযানের সময় ওই বাসা থেকে পাঁচটি প্লাস্টিকের ড্রাম, দুটি বড় পাতিল, দুটি প্লাস্টিকের জার, দুটি প্লাস্টিকের বালতি ভর্তি চোলাই মদ ও চোলাই মদ তৈরিতে ব্যবহৃত বিশেষভাবে ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পুকুরপাড় নতুন আবাসিক এলাকার রাজিবের ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনটির ষষ্ঠ তলা থেকে ১ হাজার ৪২ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।