গাজীপুরের টঙ্গীতে ৭ এপিবিএনের অভিযানে মাদকসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন), আশুলিয়া, ঢাকা। ১ মে (সোমবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আকবর হোসেন (৩৭)। তাঁর কাছ থেকে ৫১টি ইয়াবা উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপিবিএন, আশুলিয়া, ঢাকার একটি দল ১ মে রাত ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার টঙ্গী রেলস্টেশন-সংলগ্ন চুজ্ঞিরপাড় বটতলা রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করে ৫১টি ইয়াবাসহ আকবরকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।