হারানো মুঠোফোন ৭ এপিবিএনের তৎপরতায় উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট শহরে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৭ এপিবিএন) ইন্টেলিজেন্স, সাইবার ও অপারেশন টিমের তৎপরতায় হারানো মুঠোফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিক। ৩ মে (বুধবার) প্রকৃত মালিকের কাছে মুঠোফোনটি হস্তান্তর করা হয়।

৭ এপিবিএন জানায়, মুঠোফোন হারানোর অভিযোগ করে গত ২৬ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। পরে গত ২৯ মার্চ থেকে ৩ মে সময়ের মধ্যে ৭ এপিবিএন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে হারানো মুঠোফোনটি উদ্ধার করে। পরে ৩ মে সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।