টাঙ্গাইলের মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে বাঘিল এলাকায় বাসচাপায় দুই স্কুলছাত্রসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন।
রোববার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর সময় অনলাইনের।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মধুপুর উপজেলার বাঘিল এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। আহতদের পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
উপপরিদর্শক ইদ্রিস আলী আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছেন।