হাইওয়ে পুলিশের হাতে আটক কারবারি। ছবি: পুলিশ নিউজ

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসে তল্লাশি করে এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গার ফুড ভিলেজ এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়।

আটক মোবারক হোসেন শাওনের (২০) বাড়ি যশোরের শার্শা থানাধীন নারায়ণপুর এলাকায়।

হাইওয়ে পুলিশ জানায়, শাহ ফতেহ আলী পরিবহনের এক যাত্রী গাঁজা বহন করে রংপুর থেকে ঢাকা যাচ্ছে বলে জানতে পারে হাইওয়ে পুলিশ। এ তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ বাসটি তল্লাশি চালিয়ে মোবারক হোসেন শাওনকে আটক করে। ওই সময় আসামির দেহ তল্লাশি করে কোমরের সঙ্গে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।