চট্টগ্রামের পটিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর সময় টিভি অনলাইনের।

নিহত দুজন হলেন – শাহীদা (২৮) ও আব্দুল হামিদ ( ৩২)। তাদের পুরো পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকামনি (০৩), আবুল কালাম (৫২), জান্নাত আরা বেগম।

আহত জান্নাত আরা বেগম জানান, তিনি এবং তার বোন পোশাক কারখানা বন্ধ হওয়ার পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছিলেন। কিন্তু গাড়ির বেপরোয়া গতির কারণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তারা। কিন্তু দুর্ঘটনার ভয়ংকর দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছেন না। বাসচালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম শহর থেকে যাত্রী দিয়ে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল নবী এক্সপ্রেস। বিপরীত দিক থেকে কক্সবাজার থেকে আসছিল হানিফ পরিবহনের বাসটি। পটিয়ার মনসা হাসপাতাল এলাকায় আসলে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর রাস্তার দুই পাশে দুই দিকে ছিটকে পড়ে। হানিফ পরিবহন পাশ্ববর্তী বিলে ও নবী এক্সপ্রেস খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর এলাকার মানুষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। দুই বাসের সংঘর্ষে বিশ জন আহত হয়। চমেকে আনার পর দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, মূলত বাস চালকদের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নবী এক্সপ্রেসের চালক খুব দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। এই কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

নবী পরিবহনের বাসটিতে পঞ্চাশ জনের মতো যাত্রী ছিল। অন্যদিকে, হানিফ পরিবহনের বাসটিতে যাত্রী ছিল ১৫ জন।