ঈদুল ফিতরকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
জাতীয় ঈদগাহ ময়দানে শুক্রবার সকালে সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর নিউজবাংলার।
র্যাবের ডিজি বলেন, ‘গোয়েন্দা তৎপরতা ও সাইবার জগতে মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো নাশকতা পরিকল্পনা নস্যাৎ করতে প্রস্তুতি রয়েছে। ভার্চুয়াল জগতের প্রবৃত্তি ঈদুল ফিতরকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইনে নজর ধরে রেখেছে।’
খুরশীদ হোসেন বলেন, ‘র্যাব হেডকোয়ার্টার সার্বিকভাবে নজরদারি রাখবে। আমরা আশা করছি অন্যান্য বছরের মতো এ বছরও উৎসব-উদ্দীপনের মধ্যে সারা দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে।’
তিনি বলেন, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। সারা দেশব্যাপী ঈদ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং। এ ছাড়াও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও র্যাব এয়ার উইং হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।’