ক্রাইম নিউজএয়ারপোর্ট ও ইসিবি চত্বরে ১১ এপিবিএনের অভিযানে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা পুলিশ নিউজ ডেস্ক - এপ্রিল ১৯, ২০২৩62রাজধানীর এয়ারপোর্ট ও ইসিবি চত্বর এলাকায় বুধবার অভিযান চালায় ১১ এপিবিএন। ছবি: পুলিশ নিউজরাজধানীর এয়ারপোর্ট ও ইসিবি চত্বর এলাকায় বুধবার অভিযান চালিয়েছে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)।বুধবার সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়।অভিযানে দুটি মামলা হয়, যাতে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।