যশোরের বেনাপোলে ৩২০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার) পিপিএম-এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার পুলিশ গাতিপাড়া গ্ৰামে অভিযান চালিয়ে ৩২০টি ইয়াবা বড়িসহ মো. কামাল হোসেন গাজীকে (৪০) গ্রেপ্তার করে।
কামালের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।