হারানো মোবাইল ফোন হস্তান্তর করা হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) রিয়ার সদর আশুলিয়া ইউনিট।

শনিবার (১৫ এপ্রিল) ভুক্তভোগীর কাছে ফোনটি হস্তান্তর করা হয়।

৭ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইনটেলিজেনস উইং) আবুল হাসান মো. যায়ীদ জানান, ফোন হারানোর ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী। পরে ময়মনসিংহ সদর থানা এলাকা থেকে ফোনটি উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দেওয়া হয়।