
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)-এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
নগরীর দামপাড়া পুলিশ লাইনস ইনডোর গেমস হলে রোববার এ উপহার বিতরণ করেন কমিশনার।
কোনো দয়াদাক্ষিণ্য নয়, বরং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর প্রয়াস থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই আয়োজন করে বলে মন্তব্য করেন সিএমপি কমিশনার।