সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ডিবির অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের নেতৃত্বে একটি টিম আজ ১৪ এপ্রিল কলারোয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালায়। এ সময় ডিবির টিম ১৫ বোতল ফেনসিডিলসহ মো. আনারুল দালাল (৩৫) ও মো. ফরিদ শেখ (৩৭) নামের মাদক কারবারিকে কলারোয়া থানাধীন বোয়ালিয়া চার রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।