শেরপুরে বর্ণিল আয়োজনে আজ ১৪ এপ্রিল উদযাপিত হলো বাঙালির জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব ঐতিহ্যের অংশ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে তালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর; মো. কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর; গোলাম কিবরিয়া লিটন, পৌর মেয়র, শেরপুরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, পোশাক, হাতপাখা, একতারা, নানা রঙের ব্যানার-ফেস্টুন বহনসহ গ্রাম-বাংলার বিভিন্ন সরঞ্জাম ও বিভিন্ন মুখোশ পড়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নববর্ষ উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।