বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব অন্ধকার ও বাধা-বিপত্তি দূর করে আগামী বছরগুলোতে সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা ব্যক্ত করেছেন তিনি।
বাংলা নববর্ষ-১৪৩০ (পয়লা বৈশাখ) উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে গণমাধ্যমে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। খবর বাসসের।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা-বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।
তিনি বলেন, নানা ধরনের বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরও একটি বছর পার করেছে।
দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, শুভ নববর্ষ।