
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানাধীন আখতারুজ্জামান সেন্টার বৃহস্পতিবার পরিদর্শন করেছেন কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
ওই সময় তিনি উপস্থিত দোকান মালিক সমিতির নেতা ও ক্রেতাসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
সমিতির নেতা ও ক্রেতারা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।
পুলিশ কমিশনার কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।