পুলিশের হেফাজতে গ্রেপ্তার হৃদয় মিয়া। ছবি: বাংলাদেশ পুলিশ।

ময়মনসিংহ নগরীতে একশ টাকার জন্য নাহিদ (৩০) নামের এক ব্যক্তি বন্ধুর হাতে খুন হয়েছেন।

সোমবার ১০ এপ্রিল সন্ধ্যায় নগরীর আবুয়া দক্ষিণ পাড়া এলাকার আমজাদ বেপারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হৃদয় মিয়া (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

মঙ্গলবার গ্রেপ্তার হৃদয়কে আদালতে পাঠানো হলে তিনি হত্যাকাণ্ডের কারণ উল্লেখ করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।

জানা গেছে, হৃদয় ও নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তারা একসঙ্গে চলাফেরা করতেন। নাহিদের কাছে এক শ টাকা পেতেন হৃদয়। ঘটনার দিন এক শ টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হলে একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করেন। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাহিদ নগরীর আকুয়া গরুর ঘর মোড় এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হৃদয় মিয়া নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক হৃদয়কে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।