জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ এপ্রিল (শনিবার) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম আল আমিন ও ইয়াসিন।
জেলা পুলিশ জানায়, ৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে বকশীগঞ্জ থানা-পুলিশ জানতে পারে, থানার চন্দ্রাবাজ এলাকায় একটি শ্যালো মেশিন চুরির চেষ্টার সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েছে আল আমিন নামের এক চোর। তাৎক্ষণিক থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ৭ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত দেড়টার দিকে বকশীগঞ্জ পৌরসভার তালতলা এলাকায় রাস্তার পাশে থেমে থাকা দুটি ট্রাক থেকে দুটি ব্যাটারি চুরি করে তারা। এরপর আল আমিন ও ইয়াসিন নিজেদের বাড়ি যাওয়ার পথে চন্দ্রাবাজ এলাকায় আল আমিন শ্যালো মেশিন চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে। এ সময় ইয়াসিন ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। পরে আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ থানার বাট্টাজোড় গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ট্রাকের দুটি ব্যাটারি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।