সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার (৭ এপ্রিল) ম্যাচের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির পর ৭ উইকেটের জয় তুলে নেয় সাকিবের দল।
১৩৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে লিটন দাসকে হারায় বাংলাদেশ। তিনে নামা শান্ত ৪ রান করে বিদায় নেন। এরপর তামিম ও মুশফিক অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান। দলীয় ১০৫ রানে আউট হন তামিম। এরপর মুমিনুল হককে নিয়ে বাকি কাজ সারেন মুশফিক। মুমিনুল ২০ ও মুশফিক ৫১ রানে অপরাজিত থাকেন।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে অল আউট হয়েছিল আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান। সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। এ ছাড়া সাকিব-মিরাজের ব্যাট থেকেও আসে পঞ্চাশোর্ধ ইনিংস।
১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আয়ারল্যান্ড। এই ইনিংসে তারা রীতিমতো চমকে দেয় টাইগারদের। অসাধারণ ব্যাটিংয়ে ২৯২ রানে অল আউট হয়ে বাংলাদেশকে জয়ের জন্য ১৩৮ রানের টার্গেট দেয় আইরিশরা। লরকান টাকার ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলেন। ম্যাকব্রেইন করেন ৭২ রান।
১২৬ ও ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন মুশফিক।