জাটকা রক্ষায় বিশেষ অভিযানে নৌ পুলিশ সদস্যরা। কোলাজ: পুলিশ নিউজ

জাটকা রক্ষায় গত ১ এপ্রিল থেকে চলছে নৌ পুলিশের বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় বুধবার নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএমের নির্দেশক্রমে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ টিম এবং চাঁদপুরের পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।
এই অভিযানে ১ কোটি ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এতে ৬ আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি অবৈধভাবে জাটকা নিধনের কাজে ব্যবহৃত ৬টি ট্রলার আটক করা হয়।
এই অভিযানে নৌ পুলিশের অর্ধশতাধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশপ্রধান বলেন, ‘জাতীয় মাছ ইলিশ আমাদের দেশের ঐতিহ্য। ভৌগোলিক পণ্য হিসেবে খ্যাত এই মৎস্য সম্পদ সুরক্ষার জন্য নৌ পুলিশ জাটকা সংরক্ষণ অভিযান ২০২৩ পরিচালনা করছে। জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে, যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের সাথে সাথে বিদেশে রপ্তানি করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।’
তিনি দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের জন্য সবার সহযোগিতা কামনা করেন।