
নীলফামারী পুলিশ লাইনসে অগ্নিনির্বাপণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া হয়েছে। আজ মঙ্গলবার এই আয়োজন করা হয়।
ওই সময় উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম।
মহড়ায় পুলিশ সদস্যদেরকে অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন নীলফামারী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ও সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি উপস্থিত পুলিশ সদস্যদের দেখান এবং পরে পুলিশ সদস্যরা তা অনুশীলন করেন।
মহড়ায় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।