আগুনে পুড়ছে বঙ্গবাজার মার্কেট । ছবি: সংগৃহীত।

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রায় ২ হাজার পুলিশ সদস্য কাজ করেছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।

মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাতে দোকানের মালামাল বের করে আনতে পারে এবং কোন মালামাল যাতে খোয়া না যায় সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ। এছাড়াও আশপাশের এলাকার যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে ডিএমপির ট্রাফিক পুলিশ।

আগুন নিয়ন্ত্রণে ডিএমপির ৫টি ওয়াটার ক্যানন ও পুলিশ হেডকোয়ার্টার্সের রিজার্ভ পানি ব্যবহার করা হয়েছে।

বঙ্গবাজারের ভয়াবহ আগুন পাশের পুলিশ সদর দপ্তরেও ছড়িয়ে পড়ে। সেখানে পুড়েছে ঢাকা মহানগর পুলিশের একটি নিয়ন্ত্রণ একটি নিয়ন্ত্রণ কক্ষ।

পাঁচতলা ওই ভবনের বিভিন্ন তলায় পুলিশের বিভিন্ন শাখার অফিস রয়েছে।

আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় আগে থেকেই পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়েছিল। ফলে বিপদ বড় হতে পারেনি।

আইজিপি জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাবসহ পুলিশের একাধিক ইউনিটের প্রায় দুই হাজার সদস্য আগুন নির্বাপন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার সদস্যরাও কাজ করেছে।