আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট কাজ করছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

এর আগে আজ সকাল ৬টার দিকে বঙ্গবাজারে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট কাজ করে। আনুষ্ঠানিকভাবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন শাহজাহান শিকদার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করে। বিমানবাহিনীর সাহায্যকারী দল ও হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।