মানিকগঞ্জে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সিংগাইর ও মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে ৩ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা ও রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. লিটন মিয়া (৪০) ও সাইদুর রহমান রনি (৩৮)। তাদের মধ্যে লিটনের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও সাইদুরের কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম জানান, ডিবির একটি দল ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর থানার বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ লিটনকে গ্রেপ্তার করেছে। একই দিন রাত সোয়া ১০টার দিকে ডিবির আরেকটি দল মানিকগঞ্জ সদর থানার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ সাইদুরকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।