জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর ওয়ারী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

রবিবার (২ এপ্রিল) দুপুরে ওয়ারী থানাধীন জয়কালী মন্দির এলাকা থেকে আসামি মো. মোরশেদুল আলমকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ মোরশেদুলকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি জানান, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামির বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।