সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ লাখ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
শনিবার (১ এপ্রিল) ভোরে দোয়ারাবাজার থানাধীন যোগিরগাঁও গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সাব্বির আহমেদ (৪৪), শওকত আলী (৪২), তারা মিয়া (৩৫), সিতারা বেগম (৫০), ইমন আহমেদ (২১), মইনুল আলী (৩২), দিলাল মিয়া (৪০), গৌছ আলী (৫৮), আব্দুল করিম (৩২) ও জীবন মিয়া (২২)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।