খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে চুরি হওয়া ও বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানায় ৩০ মার্চ (বৃহস্পতিবার) সকালে মোবাইলগুলো হস্তান্তর করেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।
এ সময় পুলিশের প্রযুক্তিগত দক্ষতায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান মোবাইল ফোন ফিরে পাওয়া মালিকেরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ ইমরান, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আতিক আহম্মেদ চৌধুরী, সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মম্তাজুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান মৃধা প্রমুখ।