এপিবিএনহারানো মোবাইল মালিকদের ফেরত ৫ এপিবিএন উত্তরার পুলিশ নিউজ ডেস্ক - মার্চ ২৭, ২০২৩63৫ এপিবিএন উত্তরার পক্ষ থেকে হারানো মোবাইল মালিকদের ফেরত দেওয়া হয়। কোলাজ: পুলিশ নিউজচট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে হারানো একটি মোবাইল মালিকের কাছে ফেরত দিয়েছে ৫ এপিবিএন উত্তরা।সোমবার আবদুল হাকিমের হারানো মোবাইলটি তাঁর আত্মীয়ের কাছে ফেরত দেন এবিপিএনের সংশ্লিষ্ট কর্মকর্তা।