
চট্টগ্রামের নলচিড়া নৌ ফাঁড়ির পুলিশ উপকূলীয় নদীগুলোতে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ উপকূলীয় নদীগুলোর নির্ধারিত অভয়ারণ্যে জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে ওই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।