
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতাসংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বান্দরবান ইউনিট।
রোববার (২৬ মার্চ) বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।
পরে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ২ এপিবিএনের সদস্যগণ উপস্থিত ছিলেন।