
চট্টগ্রামের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনস মাঠে ‘রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লিগ ২০২৩’-এর উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
উদ্বোধন শেষে অনুষ্ঠানটির প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, ‘একদিন এই ক্রিকেট ম্যাচের খেলোয়াড়দের মধ্য থেকে কেউ কেউ বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন।’
সিএমপি কমিশনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।