মেট্রোপলিটন পুলিশডিএমপি , ঢাকাক্রাইম নিউজডিএমপির পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি ডিএমপি প্রতিনিধি - মার্চ ২৩, ২০২৩21ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বুধবার (২২ মার্চ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।