
অগ্নিনির্বাপণ ও উদ্ধারবিষয়ক মহড়ায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এসএমপি সদর দপ্তরে বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহযোগিতায় অগ্নি দুর্ঘটনায় করণীয় ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা এবং প্রশিক্ষক দলের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের প্রশিক্ষক দল এই মহড়া পরিচালনা করে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনায় সচেতনতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণ মহড়ায় এসএমপির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।