
১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার আয়োজনে সোমবার ‘মানব পাচার প্রতিরোধ ও সাইবার ক্রাইম দমন’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ১১ এপিবিএনের সহ-অধিনায়ক রহিমা আক্তার লাকী, পিএসসি, ১১ এপিবিএন উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী।
সভায় আরও উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. হুমায়ুন কবীর, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রহিমা আক্তার লাকী তাঁর বক্তব্যে জানান, ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মানব পাচার ও সাইবার ক্রাইম দমনে বিশেষ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘পরিবার ও সমাজের সবাইকে এ ব্যাপারে আরও সচেতন হতে হবে এবং পুলিশকে এ ধরনের অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।’