ঢাকা রেঞ্জকিশোরগঞ্জ জেলাক্রাইম নিউজদুই কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক ভৈরব হাইওয়ে পুলিশের হাইওয়ে প্রতিনিধি - মার্চ ২০, ২০২৩82হাইওয়ে পুলিশের অভিযানে মাদকসহ আটক কারবারি। ছবি: হাইওয়ে পুলিশকিশোরগঞ্জের ভৈরবে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের জগন্নাথপুর বিনিবাজার এলাকায় রোববার বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ শামীমকে (২৬) আটক করা হয়।শামীমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার আকবপুর এলাকায়।