
জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শেরপুর শাখা।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) পুলিশ লাইনস শেরপুরে জাতির পিতার নবনির্মিত প্রতিকৃতিতে পুনাক শেরপুরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সভানেত্রী সানজিদা হক মৌ।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান এবং পুনাক শেরপুরের অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।