
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নীলফামারী জেলা পুলিশ।
নীলফামারী জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল ৯টার দিকে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এ এইচ এম মাহফুজুর রহমানসহ নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ।