সুনামগঞ্জে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা এলাকা থেকে ১৪ মার্চ (মঙ্গলবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. ছালিম মিয়া (৪০)। তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা-পুলিশের একটি দল ১৪ মার্চ রাত সোয়া ১১টার দিকে শান্তিগঞ্জ থানার পূর্ব পাগলা ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনবেগ পয়েন্টে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় ওই অটোরিকশাসহ ছালিমকে আটক করা হয়। পরে অটোরিকশাটির চালকের আসনের নিচে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পলাতক আসামির নাম আলী নূর (৪৫)। পরে গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।