
পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৩ মার্চ) বেলা ১১টায় পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
এ সময় তিনি পবিত্র মাহে রমজান উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সুনির্দিষ্ট বিষয়ের ওপর বক্তব্য দেন।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম (সেবা), উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।