বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিপুল পরিমাণ তামার তারসহ এক পিকআপভ্যানের চালককে গ্রেপ্তার করেছে সিলেটের মোগলাবাজার থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার প্রগতি পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে চালক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়, যার বাড়ি সিলেটের গোয়াইনঘাট থানার নন্দীরগাঁও এলাকায়।
ওই চালকের কাছ থেকে টাটা কোম্পানির একটি পিকআপ ভ্যান, বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারভর্তি ১০টি বস্তা উদ্ধার করা হয়, যার নামে পরবর্তী সময়ে দক্ষিণ সুরমা থানায় নিয়মিত মামলা করা হয়।