
আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
দামপাড়া পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে বেলা ১১টার দিকে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রওশন আক্তার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ (পিপিএম), অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদসহ অনেকে।