আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার বিএমপির আয়োজনের খণ্ড চিত্র। ছবি: বিএমপি

‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’, ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

এ উপলক্ষে সকাল ১০টার দিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার)।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, শিক্ষাবিদ অধ্যাপক শাহ্ সাজেদা, আঞ্চলিক কমিশনার রাবেয়া খাতুনসহ অনেকে।