
নাটোর জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মাহমুদা শারমিন নেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরিফুল ইসলাম।
এ ছাড়া দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা পুলিশ।