
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
ঐতিহাসিক এই দিন উপলক্ষে ৭ মার্চ (মঙ্গলবার) জেলা প্রশাসনের পক্ষে প্রথমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন , ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পর্যায়ের রাজনৈতিক নেতা, বিভিন্ন অফিসের প্রধান, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ কুড়িগ্রামের সর্বস্তরের নাগরিকেরা।
পুলিশ বিভাগের শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ডিআইও-১ এ কে এম লিয়াকত আলী, ওসি ডিবি মো. আশিকুর রহমান পিপিএম, টিআই (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, আরআই পুলিশ লাইনস মো. জহুরুল হকসহ জেলা পুলিশের অন্য সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জাতির পিতাসহ স্বাধীনতাসংগ্রামে সব শহীদ এবং ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আয়োজনে সবার সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।